Social Welfare Service

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল


সিটিজেন চার্টার

হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের বিনামূল্যে প্রদত্ত সেবাসমূহঃ
অসহায়, দুঃস্থ রোগীদের অধিকার সুরক্ষা, কল্যাণ ও পুর্নবাসন

 

 হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান করা:
 দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র প্রদানসহ বিভিনড়ব চিকিৎসা সামগ্রী সরবরাহ করা;
 দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদান করা;
 দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ করা;
 দাবিদারবিহীন ও পরিত্যক্ত শিশুদের পুর্নবাসন;
 রোগের কারণে পরিবারে অনাকাঙ্খিত হয়ে দুর্বিসহ জীবন—যাপনকারীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা।
 দরিদ্র ও অসহায় বৃদ্ধ/প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়া;
 হাসপাতালে অবস্থানরত রোগীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা;
 চিকিৎসার প্রয়োজনে রোগীকে অন্য হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর;
 রোগীকে স্বাস্থ্য সচেতনতা/প্রাথমিক বিষয় সম্পর্কে পরামর্শ প্রদান করা;
 গুরুতর অসুস্থতা, অপারেশন ইত্যাদি ক্ষেত্রে মানসিক বিপর্যস্ত রোগী বা রোগীর অভিভাবককে সাহস ও শান্ত¦না যোগানো;
 দরিদ্র নাম—পরিচয়হীন মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা;
 রোগ মুক্তির পর দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে আর্থিক সহায়তা/যাতায়াত ভাড়া প্রদানের মাধ্যমে পরিবারে পুনঃএকত্রিকরণে সহায়তা প্রদান করা।


সেবাগ্রহীতাঃ সমস্যাগ্রস্থ অসহায় ও দরিদ্র রোগী


সেবা প্রাপ্তির সময়সীমাঃ অসহায় ও দরিদ্র রোগী চিহ্নিত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ডাক্তারের সুপারিশক্রমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান।
(অফিস চলাকালীন সকাল ৮টা—২.৩০টা পর্যন্ত)

 

সেবাদানকারী কর্তৃপক্ষঃ
হাসপাতাল সমাজসেবা কার্যালয়
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা
(কক্ষ নং—২৬১, আউটডোর, দ্বিতীয় তলা)। ফোন: +০২ ৫৫০৬৭১৫২